বিসিকের সভাপতির বাণী

বিসমিল্লাহির রহমানির রহিম
কোরিয়াতে একসময় হাজার হাজার বাংলাদেশী থাকলেও সামাজিক সংগঠনের অভাব ছিল প্রকট। ব্যক্তিগতভাবে একে অপরকে সাহায্য সহযোগিতা করলেও সামষ্ঠিকভাবে কিছু করা কঠিন ছিল। এখন বাংলাদেশী প্রবাসীরা আগের যেকোন সময়ের তুলনায় অনেক শক্তিশালী। বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়াসহ বেশ কিছু সামাজিক সংগঠন কোরিয়া প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে। কোরিয়ার যেকোন প্রান্তে বাংলাদেশী কোন প্রবাসীর সাহায্যের দরকার হলে সামাজিক সংগঠনগুলো সাথে সাথেই এগিয়ে যাচ্ছে।
ইপিএসে আসা কিছু প্রবাসীদের উদ্যোগে গঠিত সংগঠন EWO (EPS Sports & Welfare Organization ) ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ইপিএস কর্মীদের সমস্যা সমাধান ছাড়াও ইপিএসের মাধ্যমে আরো বেশি বাংলাদেশী নিয়োগের ক্ষেত্রে ইসো ভূমিকা রাখতে পারে। ইপিএস কর্মীদের মধ্যে ইসো প্রচারণা চালাতে পারে যেন কোম্পানীর মালিকেরা আরো বেশি বেশি বাংলাদেশী নিয়োগ করেন।
বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) কোরিয়া প্রবাসীদের পাশে থাকার পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও সহযোগিতা করে থাকে। ইসোসহ অন্যান্য যেকোন সংগঠন যারা প্রবাসীদের জন্য কাজ করছে বিসিকে তাদের পাশে থাকবে। আশা করি ইসো তাদের কাজকর্মের মাধ্যমে মানুষের ভালবাসা অর্জন করবে।
আমি এই সংগঠনের সর্বাংগীন সাফল্য কামনা করছি।

মোঃ হাবিল উদ্দীন
সভাপতি, বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *