প্রাইম গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন আগামীকাল

আগামীকাল উদ্বোধন হবে দ্বিতীয় প্রাইম গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট। পাজু গার্লস হাইস্কুল মাঠে সিউল ডমিনেটর্স এবং চাঁপাই এক্সপ্রেসের মধ্যে দিয়ে শুরু হবে জমজমাট এই আসর। পাজু ফ্রেন্ডস এসোসিয়েশন এবং প্রাইম গ্রুপ এই টুর্ণামেন্টের আয়োজন করছে। কোরিয়া ক্রিকেট এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এই টুর্ণামেন্টে ১৪ টি দল অংশ নিচ্ছে। কোরিয়ায় বাংলাদেশী প্রবাসীদের নিয়ে গতবছর প্রথমবারের মত এই গোল্ডকাপের আয়োজন করা হয়। দর্শক এবং খেলোয়াড়দের বিনোদনের জন্য এবার কয়েকটি নতুনত্ব নিয়ে এসেছে। ক্রিকেট প্রেমিকদের সরাসরি টুর্ণামেন্ট উপভোগ করার সুযোগ দিতে লাইভ স্কোর কার্ডের ব্যবস্থা করা হয়েছে। প্রথমবারের মত কোন বাংলাদেশীদের টুর্ণামেন্ট হবে পয়েন্টভিত্তিক। এতে প্রত্যেক দল আরো অধিক ম্যাচ খেলার সুযোগ পাবে। বিদেশী খেলোয়াড়দেরও সুযোগ করে দিচ্ছে এই টুর্ণামেন্ট। টুর্ণামেন্টে সর্বোচ্চ তিনজন বিদেশী খেলোয়াড়কে খেলার সুযোগ পাবে।

টুর্ণামেন্টে অংশ নেওয়া ১৪ টি দল হলো চাঁপাই এক্সপ্রেস, আমরা ক জন, কে এম সি, মাসক স্পাক, সিউল ডমিনেটর্স, পাজু ক্রিকেট টিম, ইয়াংজু টাইগার, ইনসন ড্রিমারস, টিম খাপপাই, কিমফু সুপার ষ্টার, গোমদাং ফাইটার ইনছন, কিং অফ সংউরি, বিডি গ্লাডিয়েটরস কোরিয়া এবং বাংলাদেশ রাইডার।

দ্বিতীয় প্রাইম গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের স্পন্সর হিসেবে থাকছে কেইবি হানা ব্যাংক, চায়না সাউর্দান এয়ারলাইন্স, ওয়ার্ল্ড ট্রেড, গ্যাঞ্জেস রেস্টুরেন্ট, মিরে ট্রেডিং, এস এন ফুড, জাফরান রেস্টুরেন্ট এবং জাফরান মার্ট। টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বাংলা টেলিগ্রাফ। টুর্ণামেন্টে সার্বিক সহযোগিতা করছে কোরিয়া ক্রিকেট এসোসিয়েশন এবং পাজু সিটি।

টুর্ণামেন্টটির সব খেলার স্কোরকার্ড http://cricclubs.com/PrimeGoldCup লিংকে সরাসরি লাইভ দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *