কোরিয়ায় ঈদ পূণর্মীলনী ও ইপিএস নবাগত সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কোরিয়ায় ঈদ পূণর্মীলনী ও ইপিএস নবাগত সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন EPS Sports and Welfare Organisation এর আয়োজনে বাংলাদেশে দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সহযোগিতায় প্রবাসীদের শহর নামে খ্যাত দঃকোরিয়ার উজংবু সিটিতে অনুষ্ঠিত হল জাঁকজমকপূর্ণ ঈদ পূণর্মীলনী ও ইপিএস নবাগত সংবর্ধনা ২০১৬ । আমান উল্লাহ আমান ও আইয়ুব আলী মন্ডল এর যৌথ পরিচালনায় ইজাজুল হক ও ফেরদৌস টিটুর সার্বিক তত্ত্বাবধানে সকাল 10টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় বিকাল 3 টায় ।অনুষ্ঠানের প্রথম পর্বে চলে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ইপিএস এ আসা প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জুলফিকার রহমান ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ওরগানাইজেশন এর ভূয়সী প্রশংসা করে বলেন এ ধরনে অনুষ্ঠান কোরিয়াতে বাংলাদেশের শ্রমবাজার ও ইপিএস কর্মী আসার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আসাকরি ।বিশেষ অতিথির বক্তব্যে জনাব জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন আমাদের সম্মিলিত প্রচেষ্টাই সফলতার মূল লক্ষ্যে পৌঁছতে পারি । কাউন্সিলর জনাব রুহুল আমিন বলেন এ ধরনের অনুষ্ঠান অনুষ্ঠান একে অপরের তথ্যের দার খুলে দেয় ।বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সাবেক সভাপতি প্রাইম ও জাফরান গ্রুপের স্বাধিকারী জনাব জনাব আবু বকর সিদ্দিক রানা বলেন এদেশে বাংলাদেশকে সুন্দর ভাবে উপস্থাপন করতে চাইলে সততার সাথে কর্মদক্ষতা বাড়াতে হবে ।

a1

এম এস ট্রাভেলস এর সত্ত্বাধিকারী জনাব হাসিবূল কবির বলেন পূরাতন ইপিএস ভাইরা নতুনদের আপন করে নিয়ে তাদের ভাল পরামর্শ দিতে হবে ।আরো বক্তব্য রাখেন ESWO নির্বাহী পরিষদের সদস্য জনিব মীর সজল, পংকজ দত্ত, আল আমিন মৃধা, জাবেদ ইসলাম অনিক জিয়াউল হক ও ইমরান হোসেন ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে: দ্বিতীয় পর্বে ই-9 ভিসা থেকে কিভাবে ই-7 ভিসা পরিবর্তন করা যায় । কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায় ও কোরিয়া সমসাময়িক বিষয় যেমন কয়েক বছরের মধ্যে কোরিয়া দেশটির উন্নতি কিভাবে হল এসব বিষয় নিয়ে প্রেজেন্টেশান উপস্থাপন করেন বাংলা টেলিগ্রাফ পত্রিকার সম্পাদক জনাব সারওয়ার কমাল ,পি এইচ ডি স্টুডেন্ট জনাব আল আমিন ও ESWO সদস্য সজীব দাস ও মিজানুর রহমান জাহিদ ।

প্রবাসে এ ধরনের অনুষ্ঠান শ্রমবাজার ধরে রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আসা করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা। লেবার সেকশনের ফাস্ট সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম ভূঁইয়া ESWO সংগঠনের সফলতা কামনা করে বলেন কোম্পানিতে মালিকের সাথে সুসম্পর্ক ও কাজে মনোযোগ সহ আমাদের সম্মিলিত প্রচেষ্টাই এদেশের আকর্ষনীয় শ্রমবাজার ধরে রাখবে বলে আমি মনে করি । কাউন্সিলর জনাব রুহুল আমিন বলেন এ ধরনের অনুষ্ঠান একে অপরের তথ্যের দার খুলে দেয় । প্রবাসীরা যেহেতু রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন সেহেতু বিদেশের মাটিতে কোন বাংলাদেশী মারা গেলে তার লাশ যেন সরকারের ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়।

a2

ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ওরগানাজেশন এর ভূয়সী প্রশংসা করে কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব জুলফিকার বলেন এধরনের সেমিনার করলে ও সবাই একটু সচেতন হলে দঃ কোরিয়া বাংলাদেশের জন্য হয়ে উঠবে অন্যতম একটি শ্রমবান্ধব দেশ । কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সেবার দিক দিয়ে অন্যতম হওয়ায় ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ওরগানাজেশন এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।।

উল্লেখ্য অনুষ্ঠানে স্পন্সর ছেলেন হ্যাপি স্টার হালাল ফুড ও ট্রাভেলস, প্রাইম গ্রুপ, আলমায়েদা মুসলিম মিট, (এম,এস ট্রাভেলস), S,M HALAL FOOD, মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন বাংলাভিশন ও বাংলাটেলিগ্রাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *