কোরিয়ায় ভিসা নিষেধাজ্ঞা শিথিল হল বাংলাদেশীদের জন্য।

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বাংলাদেশীদের জন্য ভিসা নিষেধাজ্ঞা শিথিল করলো দক্ষিণ কোরিয়া সরকার।আজ বৃহস্পতিবার ঢাকাস্হ কোরিয়ান দূতাবাস তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি নিশ্চিত করেন।সেই সাথে আগামী ২৪ শে অক্টোবর থেকে নতুন বাংলাদেশীদের জন্য নতুন ভিসা প্রদান পুনরায় চালু হবে বলে জানিয়েছে।দক্ষিণ কোরিয়ায় সদ্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন কাজে যোগদানের ১ মাসের মধ্যে এই সফলতা অর্জন করলেন। উনার চৌকস কূটনৈতিক দক্ষতার ফলেই এরকমটি সম্ভব হয়েছে বলে অনেকেই মনে করছেন।।দীর্ঘদিন বাংলাদেেশ আটকে পড়া প্রবাসীদের প্রাণের দাবী ছিল ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে দূতাবাস কর্তৃক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। সাথে সাথে করোনাকালীন সময়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা এবং বিশ্বস্ততার সাথে শতভাগ পর্যবেক্ষণের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে শ্রমিক ফিরিয়ে আনা।যাতে করে এইচ আর ডি কোরিয়ার কাছে বাংলাদেশের ব্যাপারে কোন সন্দেহ না থাকে এবং অবিশ্বাসের জায়গা তৈরি না হয়।

সেই ধারাবাহিকতায় হেঁটেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন।দক্ষিণ কোরিয়া প্রবাসীরা ই-পাসপোর্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল।তিনি সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২০ অক্টোবর ২০২১ ইং শুভ উদ্বোধনের মাধ্যমে ই পাসপোর্ট এর কার্যক্রম শুরু করেছেন।

সেই আনন্দের সংবাদ শেষ হতে না হতেই ২১অক্টোবর ২০২১ইং দক্ষিণ কোরিয়া সরকারকর্তৃক বাংলাদেশীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়।এতে করে আটকে পড়া প্রবাসীরা নতুন জীবন ফিরে পেয়েছে।

যদিও এসবের পিছনে নবনিযুক্ত  রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন  বিদায়ী সাবেক রাষ্ট্রদূত আবিদা ইসলাম সহ এইচ আর ডি কোরিয়া এবং ইপিএস সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বৃন্দের সাথে সার্বক্ষণিক কূটনৈতিক তৎপরতা এবং যোগাযোগ অব্যাহত রেখেছিলেন।তারই ফলশ্রুতিতে আটকে পড়া প্রবাসীরা এবং কোরিয়াতে অবস্থানরত সকল প্রবাসী পেয়েছেন নতুন একটি অধ্যায়।

সাবেক রাষ্ট্রদূত আবিদা ইসলামের দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনার জন্য চেষ্টার কমতি ছিল না। তিনি সুনামের সাথে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের অনেক দাবি প্রতিষ্ঠিত করেছেন এবং অসমাপ্ত কাজগুলো গুছিয়ে গেছেন। এই গোছানো কাজগুলোই নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূতের কাজে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

নবনিযুক্ত রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন তার এই ধারাবাহিকতা বজায় রেখে দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত সকল শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিদের মনে স্থান দখল করে নেবে এমনটাই প্রত্যাশা সকল প্রবাসী বাংলাদেশিদের।

নবনিযুক্ত রাষ্ট্রদূত দেলোয়ার হোসেনের সর্বাঙ্গীণ সফলতা এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ইপিএস কর্মীদের স্বার্থে কাজ করার আহ্বান জানান ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন দক্ষিণ কোরিয়া, ইসো’র সভাপতি মোঃ সুজন হাওলাদার।

মোহাম্মদ সুজন হাওলাদার

সিউল ,দক্ষিণ কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *