ই-৭ ভিসা যেভাবে পাবেন

অন্তত 8 বছরের বেশি ই-৯ ভিসায় ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, কৃষি বা মাছ চাষের কাজে নিয়োজিত থেকে থাকেন।
তবে সানজে(শিল্প দুর্ঘটনায়)চিকিৎসা, অন্যান্য চিকিৎসার আওতাধীন কিংবা G-1 ভিসায় সাময়িক পরিবর্তন করে থাকলেও আবেদন করতে পারবেন না।
যেভাবে সর্বমোট কার্যকাল (৪ বছর) হিসাব করতে হবেঃ
আপনি যদি কখনো বাংলাদেশে গিয়ে থাকেন এবং কোরিয়া ত্যাগের ১ মাসের মধ্যে ফিরে আসেন তাহলে ওই সময়টুকুও কার্যকাল হিসেবেই গণ্য হবে। অন্যথায় বাকি সময়কাল বাদ যাবে।

অন্যান্য পূরনীয় শর্তঃ সাধারন কোম্পানিরর ক্ষেত্রে
১। বয়স ৩৫ বছরের নিচে।
২। শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ২ বছরের ডিপ্লোমা (বাংলাদেশে কলেজ পাশের পর) থাকতে হবে।
৩। কোরিয়ান ভাষার টপিক লেভেল ৩ থাকতে হবে অথবা সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রাম সম্পন্ন করা ব্যাক্তি।
৪। গত একবছরে নূন্যতম আনুমানিক গড় বেতন ২৫,৫০০০০원 এর কাছাকাছি।
৫। টেকনিক্যাল সার্টিফিকেট (যদি থাকে পাওয়ার সম্ভাবনা বেশি)

রুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রেঃ আপনার কোম্পানি রুট ইন্ডাস্ট্রির মধ্যে পরে কিনা দেখে নিন http://www.kpic.re.kr/ এই ওয়েবসাইটের মাধ্যমে।
১। বয়স ৪০ বছরের নিচে।
২। শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ।
৩। কোরিয়ান ভাষায় টপিক লেভেল ২ থাকতে হবে অথবা সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রাম সম্পন্ন করা ব্যাক্তি।
৪। গত একবছরে নূন্যতম আনুমানিক গড় বেতন ২৫,৫০,০০০원 এর কাছাকাছি।
৫। টেকনিক্যাল সার্টিফিকেট (যদি থাকে পাওয়ার সম্ভাবনা বেশি)

#মাসিক নূন্যতম বেতন কত তা নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির কাজ করেন তার উপর। কাজের ক্যাটাগরি অনুযায়ী গড় বেতনের পরিমান ভিন্ন হয়। আপনি যে ধরণের কাজ করেন তাঁর নূন্যতম গড় বেতন কত হতে হবে তা দেখে নিন http://laborstat.molab.go.kr/ ওয়েবসাইটের মাধ্যমে।

# কোম্পানীতে কত জন থাকতে হবে?
একটি লাইসেন্সের আওতায় একজন কর্মীকে E-7 ভিসায় নিয়োগ দেওয়ার জন্য সাধারণ কোম্পানির ক্ষেত্রে কোরিয়ান কর্মী কমপক্ষে ১০জন (রুট ইন্ডাস্টির ক্ষেত্রে ৫জন) থাকতেই হবে।

**** টেকনিক্যাল সার্টিফিকেট কোন কোন ক্যাটাগরির?
মেশিন মেরামত, শিপবিল্ডিং, এয়ারক্রাফট, মোল্ডিং, গাড়ি মেরামত, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, পেইন্টিং, পাইপ ফিটিং ও অন্যান্য।

আবেদন করার সময় কি কি ডকুমেন্ট জমা দিতে হবে?
1. পাসপোর্ট
2. এলিয়েন কার্ড
3. সেবা মূল্য ১৩০০০০উন
4. পাসপোর্ট সাইজ ছবি এক কপি
5. টেকনিক্যাল সার্টিফিকেট (যদি থাকে)
6. শ্রমচুক্তি পত্র
7. সত্যায়িত শিক্ষা সনদ
8. কোরিয়ান ভাষার সনদ
9. এক বছরের ইনকাম ট্যাক্স পরিশোধের রশিদ (মালিক সংগ্রহ করে দিবে)
10. রেফারেন্স ফর্ম (신원보증서)
11. টিবি টেষ্টের রিপোর্ট

আরও বিস্তারিত জানতে চাইলে আপনার কাছাকাছি ইমিগ্রেশন অফিসের সহযোগিতা নিন অথবা ১৩৪৫ এ ফোন করে জেনে নিতে পারেন (বাংলা, কোরিয়ান ও ইংরেজী ভাষার সেবা প্রদানের ব্যবস্থা আছে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *