ইসো’আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ২০২০(অনলাইন)

দক্ষিণ কোরিয়াতে প্রতি বছরই রমজান মাসকে কেন্দ্র করে ইসো’ আয়োজন করে থাকে ইসো’ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা” এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিছুটা দেরিতে হলেও অনলাইনের মাধ্যমে ইসো’ আয়োজন করতে যাচ্ছে ইসো’ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ২০২০”।

 

যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে প্রাইমারি রাউন্ড ১০-ই মে থেকে ৩১-ই মে এর মধ্যে ২ থেকে ৩ মিনিটের কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের ভিডিও তৈরি করে ইসো’র ই-মেইল ঠিকানায়- (eswokorea@gmail.com) পাঠাতে হবে। সকলের ভিডিও থেকে বাছাইপর্ব থেকে ১০ জন করে নির্বাচন করা হবে। ১০ জন থেকে ১৪ জুন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ১ম,২য় ও ৩য় স্থান নির্বাচন করা হবে। ১ম,২য় ও ৩য় স্থান নির্বাচিতদের জন্য থাকবে বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং এ বছর কোনো প্রাইজমানি থাকছে না, যে টাকা স্পনসর পাওয়া যাবে তা ১ম,২য় ও ৩য় স্থান নির্বাচিতদের এলাকায় তাদের মাধ্যমে হত- দরিদ্র পরিবারকে সাহায্য করা হবে।

 

তাই স্পনসরদের টাকা চলে যাবে সরাসরি ১ম,২য় ও ৩য় স্থান অধিকারিদের এলাকার দরিদ্র পরিবারের সাহায্যের জন্য। প্রয়োজনে যোগাযোগ নম্বরঃ 1) Mohammad Sujan Howlader- 01055000374 2) MOHAMMAD YEASIN SHAIKH – 01079251667 3) MD.LIAKOT HOSSAIN MILLAT- 010-7214-7246 4) SHAIKH AL AMIN – 010-2032-9367 সহযোগিতায়ঃ হানপাস রেমিটেন্স এবং”MMM TRADING CO.LTD” এর স্বত্বাধিকারী দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মিঠু। প্রতিযোগিতায় ভিডিও মিথ্যা প্রমাণিত হলে, তার প্রতিযোগিতা বাতিল বলে গণ্য হবে। বিগত বছরের ১ম ও ২য় স্থান অধিকারিগন অংশ গ্রহণ করতে পারবে না। যে কোন সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *