ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল আগামীকাল

আগামীকাল ২৫শে সেপ্টেম্বর-২০১৬ রোজ রবিবার কোরিয়ার ঐতিহ্যবাহী ও গৌরবময় ক্রিকেট টুর্নামেন্ট ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে লড়বে গিয়ংগি সুপার কিংস ও বিডি গ্ল্যাডিয়েটর্স-কোরিয়া।উক্ত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরিয়াস্থ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব জুলফিকার রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোরিয়া ক্রিকেট এ্যাসোসিয়েশনের চেয়্যারম্যান কিম সং সুল ও সেক্রেটারী জেনারেল মে কিম আরও উপস্থিত থাকবেন আনসান ফরেন মাইগ্র্যান্ট সেন্টারের ব্যবস্থাপক লি ছাং উ ও বাংলাদেশী বংশোদ্ভূত কোরিয়ান জাতীয় ক্রিকেট খেলোয়াড় কিম দে ইয়ন (সজল মাহমুদ)
ফাইনালের পাশাপাশি আগত অতিথী ও দর্শকদের জন্য থাকছে বিভিন্ন ইভেন্ট নিয়ে সারাদিন ব্যাপী ইপিএস স্পোর্টস ডে।
সকলের উপস্থিতিই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবে বলে আশা প্রকাশ করেছেন ইপিএস বাংলা কমিউনিটির সভাপতি সোহেল রানা।

মাঠের ঠিকানাঃ 경기도 안산시 단원구 초지동666-2 (초지1운동장 단원구청앞)
৪ নাম্বার লাইনের 초지역 নেমে ১নাম্বার এক্সিট দিয়ে বের হয়ে একটু হাটলেই মাঠ পাবেন।
আনসান সিটির যে কোন জায়গা থেকে ট্যাক্সিতে 단원구청 বললেই নিয়ে যাবে।
বাস মাধ্যমঃ আনসান ষ্টেশনে নেমে ৫২,২৩,১২৩,১১ নাম্বার বাসের যে কোন একটাতে উঠে ৭টা স্টেশন পরে 단원구청 স্টেশনে নামলেই মাঠ দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *