আগামীকাল শুরু হচ্ছে ইথেউওন গ্লোবাল ভিলেজ ফেস্টিভাল

আগামীকাল সিউলের ইথেউওনে শুরু হচ্ছে গ্লোবাল ভিলেজ ফেস্টিভাল। দুইদিনব্যাপী এই উৎসবে বাংলাদেশের দূতাবাসের নেতৃত্বে অংশ নিবে বাংলাদেশী প্রবাসীরা। শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও থাকছে বাংলাদেশ দূতাবাসের একটি স্টল। বিশ্বের বিভিন্ন দেশের সরকারী, বেসরকারী সংস্থা এবং সংগঠনগুলো এই উৎসবে অংশ নেয়।

12
বাংলাদেশের দূতাবাস ফেসবুক পেইজের মাধ্যমে ফেস্টিভালে অংশ নেওয়ার জন্য বাংলাদেশী প্রবাসীদের আহবান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে আগামীকাল শনিবার সকাল এগারটা থেকে বাংলাদেশ স্টল উন্মুক্ত করে দেওয়া হবে। দুপুর বারোটায় মূল মঞ্চে থাকবে বাংলাদেশ সাংস্কৃতিক দলের পরিবেশনা। উদ্বোধনী শোভাযাত্রা শুরু হবে বিকাল তিনটায়। শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুক সকল প্রবাসীদেরকে হানগাংজিন স্টেশন (Hangangjin Station) এর সামনের ইথেওয়ান মূল সড়কে দুপুর ২টা ৩০ মিনিটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

শোভাযাত্রাটি সুন্দর ও বর্ণিল করার জন্য সবাইকে নানা রঙয়ের পোষাক পরিধান করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *