অনলাইনে হতে যাচ্ছে কোরিয়ার জনপ্রিয় মুড ফেস্টিভাল

এবছর অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার বুরিয়ং শহরের জনপ্রিয় মুড ফেস্টিভ্যাল।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অন্যতম উৎসব হচ্ছে মুড ফেস্টিভাল বা কাঁদা উৎসব। নতুন করে করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর অনলাইনে অনুষ্ঠিত হবে এই জনপ্রিয় এই মুড ফেস্টিভাল।
আয়োজকরা বলছেন তারা অংশগ্রহণকারীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে বিভিন্ন শহরে অনলাইনে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা হাতে নিয়েছে।
এই মুড ফেস্টিভ্যালে থাকে কাঁদার কুস্তি এবং কাঁদা দিয়ে স্নান করা এবং কাঁদার বিভিন্ন ক্রিয়াকলাপ হয়ে থাকে।আয়োজকরা জানান এ বছর ইভেন্টের জন্য নির্ধারণ করা হয়েছে জুলাই এর ১৭ তারিখ থেকে ২৬ তারিখ।
আয়োজকরা এবছর সাজিয়েছে বিভিন্ন ভার্চুয়াল ইভেন্টে। এছাড়াও থাকবে এই কাদা উৎসব দেখার জন্য বিভিন্ন বড় বড় শহরে বড় বড় পর্দায় স্থাপনা এবং ইউটিউব লাইভ চ্যাটের মাধ্যমে এটিকে লাইভ সম্প্রচার করা হবে।পাশাপাশি বিভিন্ন শহরে ১০০০টি মাটির ডিবের ব্যবস্থা থাকবে যাতে করে দর্শনার্থীরা বুঝতে পারে যে বুরিয়ং উৎসবে আসলে কি ঘটে। মাটি একটি খনিজ সম্পদ, ত্বকের জন্য এটি খুব উপকারী সেজন্য ১৯৯৯ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে মাটি প্রাকৃতিক সম্পদ এর অংশ হিসেবে সেন্ট্রাল দক্ষিণ কোরিয়া সিটি থেকে এই উৎসবের আয়োজন করা হয়ে থাকে।গত বছর এই ইভেন্টে ১.৮ মিলিয়ন দর্শনার্থী অংশ নিয়েছিলো।
উল্লেখ্য যে বিশ্বের অন্যান্য দেশের দর্শনার্থীদের সাথে কোরিয়ায় অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশিও এই উৎসবে যোগদান করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *