সফল ই৭ প্রাপ্ত মিজানুর রহমান জাহিদ

ESWO: আস্সালামুআলাইকুম ।জনাব মিজান আপনি কোরিয়াতে কতদিন যাবৎ আছেন এবং কিভাবে সফল হলেন?
মিজান : ওআ আলাইকুম আস্সালাম । আমি কোরিয়ায় এসেছি প্রায় ছয় বছর হলো৷ প্রকৃত পক্ষে সফল হলাম কি না সেটা আমি জানি না, তবে সফল হওয়ার জন্য প্রতিনিয়ত নিজে চেষ্টা করি, ,, আল্লাহর কাছে সাহায্য চাই ৷৷৷ ব্যর্থ হওয়ার পরও ভাবি আমার ভুল কোথায় ৷৷৷ পরে শুধরে নেওয়ার জন্য চেষ্ট করি ৷৷৷
ESWO :-9থেকে ই-7ভিসা কিভাবে পাওয়া যায়?
মিজান : কোরিয়ার ইমিগ্রেশন আইন অনুসারে ই-9 ভিসা থেকে ই-7 ভিসায় পরিবর্তনের জন্য আবশ্যিক বেশ কিছু শর্ত আছে, সকল শর্তগুলো এখানে উল্লেখ করতে না পারলেও তবে কয়েকটি মৌলিক শর্তাবলী তুলে ধরলাম 1) কর্মরত কোম্পানীটি ইমিগ্রেশন প্রদক্ত ক্যাটাগরির মধ্যে থাকতে হবে ৷ 2) কর্মীর টেকনিক্যাল কাজের দক্ষতা মালিক কর্তৃক প্রত্যায়ন কৃত হতে হবে ৷ ( সকল কাজের ক্ষেত্রে গ্রহন যোগ্য নয় কেবল মাত্র নির্দ্বারিত 33 টি ক্যাটাগরির কাজের জন্য প্রযোজ্য হবে)৷ 3) কাজের ধরন অনুসারে ইমিগ্রেশন কর্তৃক নির্ধারিত বেতনের বাৎসরিক গড় হিসাবের সাথে সাম্যতা থাকতে হবে৷ 4) কর্মীকে অবশ্যই কোরিয়ান ভাষা দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে (কোরিয়ান টপিক টেষ্ট ( এটা লেভেল 3 পাস করলেই হবে, অথবা Kiip এর লেভেল 5 পর্যন্ত কোর্স শেষ করতে হবে )৷ 5) কর্মীর বয়স পাসপোর্ট অনুযায়ী 35 বছরের নিচে থাকতে হবে ৷ (কোরিয়ায় প্রবেশের শুরু থেকে একই কোম্পানীতে কর্মরত কর্মীর জন্য একটু বিশেষ ছাড় থাকবে যদি মালিকের প্রয়োজন হয় ঐ কর্মীকে, সেক্ষেত্রে মালিকে ইমিগ্রেশনের বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে) ৷ 6) শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচ এস সি পাস থাকতে হবে, ,, তবে ডিগ্রী কোর্স সম্পূর্ন কারা থাকলে ভালো পরবর্তীতে আপনার পয়েন্ট হিসাবের জন্য কাজে লাগবে ৷ ৷৷৷ যাক এই হলো কয়েকটি শর্তের বিষয় ৷
ESWO :ইপিএস এ আসা প্রবাসী বাংলাদেশীদের নিয়ে কি ভাবছেন?
মিজান : আমরা বাংলাদেশী ভাই / বোনেরা , যারা ই9 ভিসায় আছি, যে যেখানে যে কাজই করিনা কেন, ,, কাজকে যদি আনন্দের সাথে উপলব্ধি করি তাহলেই কেবল আমরা আমাদের কাঙ্খিত লক্ষেই পৌঁছাতে পারবো ৷ একটা কথা বলবো সব শেষে সততা, মেধা, এবং শ্রম সবই আমাদের আছে শুধু প্রয়োজন ধৈর্য্যের৷৷৷৷ ধৈর্য্য হারাবেন না, কোরিয়ার আইন কে কেউ অমান্য করবেন না ৷৷৷
ESWO :Eps sports and welfare organization এটার সম্পর্কে আপনার অভিমত কি এবং কোন পরামর্শ আছে কি ?
জনাব মিজান : কোরিয়ার মত কর্মব্যস্ত দেশে অনেক প্রতিকূলতার মাঝেও ESWO যে ভাবে প্রবাসী বাংলাদেশীর জন্য অনেক তথ্য উপাত্ত দিয়ে সহযোগীতা করে আসছে এবং এই ব্যস্তময় দেশেও প্রবসীদের আনন্দ বিনোদন মুখী রাখার জন্য সার্বক্ষনিক চেষ্টা করে আসছে তার জন্য আমি ব্যক্তিগত ভাবে ESWO এর সকল কর্মকর্তা বৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ৷ সেই সাথে ESWO এর জন্য আগামীর মঙ্গল কামনায় এখানেই বিদায় ৷ আল্লাহ হাফেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *