দক্ষিণ কোরিয়ার সফল ব্যবসায়ী আব্দুল মতিন

নব্বই এর দশকে সবুজ সোনার বাংলা ছেড়ে ভাগ্যের চাকা ঘুরাতে পারি জমিয়েছিলেন কুমিল্লা জেলার আব্দুল মতিন সকাল বেলার শান্তির দেশ দঃকোরিয়াতে । চাকুরী করতে এসে কিভাবে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন, এবার শোনা যাক ESWO এর সাথে তার একান্ত সাক্ষাৎকারে ।
ESWO : আস্সালামুআলাইকুম
আঃ মতিন: ওআ আলাইকুম আস্সালাম
ESWO : আপনি কোরিয়াতে সফল ব্যবসায়ী কিভাবে হলেন?
আব্দুল মতিন : আমি 1996 সালে কোরিয়াতে এসে কোম্পানিতে দীর্ঘদিন জব করি । তখন থেকেই মনে প্রচন্ড বাসনা ছিল বড় হবার । আর সেই থেকেই সফলতার সংগ্রামে নেমে পরি । দীর্ঘদিন একই কোম্পানীতে জব করার ফলে কোরিয়ান একটি মেয়েকে জেনে শুনেই বিয়ে করি । আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর পিছনে ফিরে আর তাকাতে হয়নি । আলহামদুলিল্লাহ । আল্লাহর অশেষ রহমতে বাবা মায়ের দোয়া আর আমার সহধর্মীনির অনুপ্রেরণায় ছোট একটা ব্যাবসা খুলে ধৈর্য্য, সততা, আর কঠোর পরিশ্রমের ফলে আজ আমি তিন তিনটি প্রতিষ্ঠানের মালিক ।
ESWO : EPS এ আসা প্রবাসীদের উদ্দেশ্য কিছু বলেন
আব্দুল মতিন : ইপিএস এ আসা প্রবাসী বাংলাদেশীরা সবাই অনেক যোগ্যতাসম্পন্ন । সবাই যাতে সততার সাথে কাজ করে । মালিকের সাথে সুসম্পর্ক গড়ে তোলে ।আর কোরিয়ার আইন কানুন মেনে চলবে ।আমি আশা করি বাংলাদেশীরা যেন বিদেশের মাটিতে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে তুলে ধরে ।
ESWO : ESWO সম্পর্কে আপনার মতামত জানতে চাই
আঃ মতিন : ESWO তে একদল একনিষ্ঠ কর্মী দল আছে । যাদেরকে আমি খুব কাছ থেকে চিনি । তারা যে বিদেশের মাটিতে কর্মব্যস্ত থাকা সত্ত্বেও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন সত্যিই এটা প্রশংসার দাবীদার । আমি চাই এই সংগঠন কোন রাজনৈতিক কর্মকান্ডে জড়িত না হোক । সব শ্রেণী পেশার মানুষ নিয়ে সেবার মনোভাব বুকে ধারন করে এ সংগঠন এগিয়ে যাক নতুন দিগন্তে । শুভকামনা রইলো । আল্লাহ হাফেজ
ESWO : আপনাকে অনেক ধন্যবাদ
আঃ মতিন : আপনাদের ও ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *