সফল প্রবাসী ইপিএস কর্মী

বিসমিল্লাহির রহমানির রহিম
আমি একজন সফল ইপিএস কর্মি হিসাবে আমার বৃত্তান্ত আমি এস এম সাইফুল্লাহ, পাসপোর্ট নং-BC0665530, এলিয়েন আইডি নং-৮৪১২২০- ৫১৪১৪৯৩, কো্রিয়ান ড্রাইভিং লাইসেন্স নং-১১১৪৬৪৭৮৭৪১০, বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থেকে ২০১০ সালে কোরিয়ার খিম্পোতে চারিদিকে সমস্যাগ্রস্থ একটা ওয়েল্ডিং কোম্পানিতে আসি যেখানে ঠান্ডার সময়ও ঠান্ডা পানি, ঠান্ডায় হিটার ছাড়া বাহিরে কাজ, বেতন শুধুই বেসিক এর উপর নির্ভর, কিন্ত কোম্পানি আমি পরিবর্তন করিনি। একটাই কারন ছিল নিজ দেশের সুনাম। তাছাড়া আসার সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে, কোনভাবেই যেন একবছরের আগে কোম্পানি পরিবর্তন না করি সেজন্যই কষ্টকরে একবছর থেকে গেলাম। কিন্ত একবছর পরে গিয়ে দেখি কোম্পানির কাজ অনেকটাই আয়াত্বে এবং মালিকও কাজের পারফরম্যান্স দেখে আলহামদুলিল্লাহ বেতন একবারে ২৩০০০০ ওন বাড়িয়ে দিল এই জন্যে কোম্পানি পরিবর্তন আর করা হলো না। তারপর সেই থেকে দীর্ঘ ৪ বছর ১০ মাস একই কোম্পানিতে কাজ করে কমিটেড ওয়ার্কার হিসাবে দেশে গিয়ে পূনরায় কো্রিয়াতে এসে ৬ মাস যাবৎ কাজ করছি। তবে একই কোম্পানিতে কষ্টকরে হলেও কাজ করে আমি সফল এই জন্যে যে আমার সমান ৫% লোক বেতন পাওয়ার সম্ভবনা থাকতে পারে। আর আমি নিজে বর্তমানে কোম্পানির খোংজাংজাং বা কারখানার ব্যাবস্থাপক এর দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ যেটা আমার জন্যে সবথেকে সফলতা। যেখানে আমার কারখানায় ৪ জন কোরিয়ান, ২ জন থাইল্যান্ড, ১ জন পাকিস্থান, ৫ জন বাংলাদেশী, ৫ জন চায়না কাজ করছে। তবে আমি একা সফল হলে কিভাবে হবে! যেখানে পুরো দেশের হাজার বেকার রয়েছে যারা একটু আসার জন্যে কি লড়াই না করছে? আসলে তারা লড়াই করে আর হবে কি! আমরা যদি একটু দেশের প্রতি আন্তরিক হয়ে নিজের সফলতার চিন্তা করে, বেকার ভাইদের কথা চিন্তা করে একই অবস্থানে থেকে সামগ্রিকভাবে সফল হওয়ার চিন্তা করি সেটাই বাস্তব সফলতা। এ ব্যাপারে বর্তমানে ESWO বেশ আন্তরিকতার সাথে কর্মিদের বিভিন্ন সচেতনতামুলক কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি বাংলা টেলিগ্রাফ এবং বাংলাদেশী কমিউনিটি ইন কো্রিয়া ও প্রানপন কাজ করে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের সফলতা আসবেই ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে
এস এম সাইফুল্লাহ
মোবাইল ০১০৫৮৮৬৩৭৮১
খিম্পো সিটি
কোরিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *