ইসো দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত সভাপতি মোঃ সুজন হাওলাদার, সাধারণ সম্পাদক আল আমিন শেখ।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গনাইজেশন (ইসো) এর ৬ষ্ঠ নির্বাচনে মোঃ সুজন হাওলাদার পুনরায় সভাপতি এবং মোঃ আল-আমিন শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। ২৬ই ডিসেম্বর রবিবার নতুন কমিটি গঠন উপলক্ষে করোনা ভাইরাসের কারনে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সংগঠনটির নির্বাহী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনার জন্য স্হায়ী কমিটির সদস্যদের নিয়ে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সংগঠনটির সাবেক সভাপতি ইজাজুল হক, আলামিন মৃধা, আমিনুল মোগল ও আশিকুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৪২.২৮% ভোট বেশি পেয়ে মোঃ সুজন হাওলাদার পুনরায় সভাপতি এবং আল আমিন শেখ নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৪২% ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
আয়োজিত অনলাইন নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ইসোর প্রধান উপদেষ্টা এশিয়া মাল্টিকালচার সেন্টারের পরিচালক,মিঃ লি ইয়াংগুন। উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক সাইদুর রহমান মিঠু উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তার বক্তব্যে সকল সদস্যদের নতুন উদ্যমে ইপিএস এর কল্যাণ মূলক কাজ আরো বেশী করতে আহ্বান জানান এবং তিনি বিগত দিনের ইসো’র কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। এসময় আরো উপস্থিত ছিলেন কোরিয়া মুসলিম কমিউনিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিমসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনে বক্তারা কোরিয়ায় ইপিএস কর্মীদের জন্য নতুুুন কমিটি নিরলস কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
‘আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে’ এই শ্লোগান নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠনটির আগে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে কার্যক্রম চলছিল। কিছুদিন আগে বুসান ও গিমহে কমিটির মধ্যে দিয়ে তাদের শাখা কমিটির যাত্রা শুরু হয় এখন থেকে বড় পরিসরে কাজ করতে চায়।তাই খুব শীঘ্রই নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা ও আগামীতে কোরিয়াতে আরো কিছু শাখা কমিটি করা হবে বলে জানায় সংগঠনটি। ইসো ইপিএস কর্মীদের নিয়ে বিগত বছর গুলোতে বিভিন্ন সেমিনারের আয়োজন ছাড়াও কোরিয়ায় আগত ইপিএস কর্মীদের নবীন বরণের আয়োজন করে থাকে। পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন দুর্যোগ ও দারিদ্র্য জনগোষ্ঠীর জন্য সহযোগিতা করে অবদান রাখছে এই সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *