অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিক কর্মশালা

প্রবাসে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দঃকোরিয়ার সিউল গ্লোবাল সেন্টারে । বাংলা টেলিগ্রাফ পত্রিকার সম্পাদক সারওয়ার কামাল এ কর্মশালার আয়োজন করেন। প্রথম পর্বে প্রবাসে সাংবাদিকতার গুরুত্ব বুঝাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল হক বলেন বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ সংগ্রহ করে প্রকাশ করতে হবে।

SGC

দ্বিতীয় পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন সাংবাদিকতা হল সত্য ঘটনার বিবরণ, নৈতিকতা আর অভিনবত্ব নিয়ে প্রকৃত তথ্য উপস্থাপন করা এবং যাবতীয় তথ্য উপাত্ত নিয়ে সংবাদ প্রকাশ করা । সমাপনী ভাষণে কর্মশালার পরিচালক টেলিগ্রাফ পত্রিকার সম্পাদক সারওয়ার কামাল বলেন সকল বাধা বিপত্তি পেরিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিক হওয়াই হোক আমাদের লক্ষ্য । কোরিয়ার বিভিন্ন প্রদেশ থেকে কর্মশালায় বেশকিছু উদ্যোমী তরুন মেধাবী প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন ।

Comments are closed.