কোরিয়ানদের বাৎসরিক মাথাপিছু বেতন ৩২৮২০০০০ উওন

কোরিয়ানদের মাসিক গড় বেতন ২৭ লাখ ৩৫ হাজার উওন হিসেবে বাৎসরিক মাথাপিছু বেতন দাড়ায় ৩২৮২০০০০ উওন। যা আগের বছরের চেয়ে ১.৫ শতাংশ অর্থাৎ ৪০ হাজার উওন বেশি। ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজ কোরিয়ার এমপ্লয়মেন্ট এন্ড লেবার মিনিস্ট্রির প্রকাশিত আয়ের পরিসংখ্যান গবেষণা করে এি তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি ২০১৪ এবং ২০১৫ সালের মধ্যে কোরিয়ানদের আয়ের ব্যবধান ছাড়াও উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিন্মআয়ের মানুষের আয় ব্যবধান নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে।

গবেষণা অনুযায়ী কোরিয়ানদের শীর্ষ আয় করা কর্মীদের মধ্যে ১০ শতাংশের বেতন ৫৩ লাখ ৬০ হাজার উওনের উপরে। ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজের অর্থনৈতিক বিভাগের প্রধান সং উওন কিউন বলেন বড় কোম্পানীগুলোতে কর্মীদের ক্রমাগত একই হারে বাড়লেও ছোট কিংবা মাঝারি কোম্পানীগুলোতে সে হারে বাড়ছে না। এর ফলে একটা বড় ব্যবধান তৈরী হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *